• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯  

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। শনিবার ( ফেব্রুয়ারি) দুপুরে সাভার খাদান এলাকায় অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখানে যারা এসেছে সবাই অত্যন্ত মেধাবী। ব্যবস্থাপনা এবং প্রযুক্তি এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে নিজ নিজ বিষয়ে মনোযোগী হয়ে পড়াশোনার করার আহ্বান জানান। কারণ তোমাদের ওপরই বাংলাদেশের এগিয়ে যাওয়া নির্ভর করে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারলে এবং মানবিক গুণাবলি অর্জন করতে পারলেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য অনেক আন্তরিক।

তিনি সকলের কথা শুনেন এবং সমস্যা অনুযায়ী সমাধানের ব্যবস্থা করেন। সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য তিনি সকল শিক্ষার্থীদের তার মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সামর্থ্য অনুযায়ী স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি জরুরি ভিত্তিতে অসুস্থ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদানের অঙ্গীকার করেন। আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক . সহিদ আকতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল।

 এছাড়া নবীনবরণ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবুল বাশার খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান আলী আজম, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী এস কে সাইদুর রহমান। ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস মাহমুদ, বিভিন্ন অনুষদের ডিন শিক্ষকসহ বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।