• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আব্দুল্লাহপুরকে উপজেলা করার দাবিতে সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুরকে আলাদাভাবে উপজেলা করার দাবিতে আলোচনা সভা করেছে হাওর ফাউন্ডেশন। 

ভৈরবের জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে শুক্রবার বিকেলে এ আলোচনা সভা ও নানা কর্মসূচি ঘোষণা করে হাওর ফাউন্ডেশন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ। 

এসময় বক্তারা বলেন, হাওর এলাকা আব্দুল্লাহপুর, কলমা ও আদমপুরসহ তিনটি ইউপিতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। এসব এলাকা থেকে উপজেলা সদর অষ্টগ্রামে ভোরে গেলে সন্ধ্যায়ও ফিরে আসা যায় না। যদি একজন রোগীকে সদর হাসপাতালের সেবা নিতে হয়। তাহলে তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়। আর জমির দলিল রেজিস্ট্রেশন বা খাজনা দিতে গেলে তো যেন হয়রানির কোনো শেষ নেই। তাই, সময়ের প্রয়োজনে এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করতে আব্দুল্লাহপুরকে উপজেলা বাস্তাবায়নের জোড় দাবি করছেন তারা। 

আর এ দাবি আদায়ে প্রয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও সভা-সমাবেশসহ কঠিন আন্দোলের ডাক দেবেন বলে হুশিঁয়ারী দেন হাওর ফাউন্ডেশনের নেতারা।