• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

নুসরাত হত্যা: অধ্যক্ষ সিরাজের পরিবার উধাও

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

ফেরদৌস মঞ্জিল। ফেনী পৌর এলাকার ১২নং ওয়ার্ডের এ বাড়িতেই স্বপরিবারে থাকতেন মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা। ফ্ল্যাটে তালা দিয়ে কয়েকদিন ধরেই উধাও পরিবারের সদস্যরা।

অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার প্রতিবেশী মো. ইব্রাহিম বলেন, ৪-৫ দিন আগে পরিবারের লোকজন বাসায় তালা দিয়ে চলে গেছে। কোথায় গেছে তা বলে যায়নি।

মো. ইব্রাহীম আরো বলেন, বাইরে থেকে তাকে সাধারণ বলেই মনে হত। মাঝে মাঝে তাকে দেখতাম। সকালে বেরিয়ে রাতে ফিরতেন। আমরা এতো কিছু জানতাম না। টিভি আর পত্রিকায় খবর দেখে ওনার অপরাধ সম্পর্কে জানতে পেরেছি।

সিরাজ উদ-দৌলার এ প্রতিবেশী জানান, ৭-৮ বছর আগে ২০ লাখ টাকা দিয়ে এখানে জমি কেনেন তিনি। তিন বছর আগে টিনশেড বাড়ি ভেঙে দোতলা ভবন নির্মাণ করেন। দোতলায় থাকতেন সিরাজ উদ-দৌলা। ভবনের নিচতলার ফ্ল্যাটটিও তারই।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, ফেনী শহরের পাঠানবাড়ি রোড ও মকছুদুর রহমান সড়কে জামায়াতের একাধিক প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন সিরাজ উদ-দৌলা। এসব প্রতিষ্ঠান থেকে পাওয়া অর্থেই বাড়ি করেন তিনি।