• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

নুসরাতের সোনাগাজীতে নেই বৈশাখী আনন্দ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

ফেনীর সোনাগাজীতে বাংলা নববর্ষে নেই কোনো আনন্দ। রোববার পয়লা বৈশাখে হয়নি কোনো মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা পান্তা-ইলিশের আয়োজন। সবার মনেও নুসরাতকে হারানোর বেদনা।

সোনাগাজীর ইউএনও মো. সোহেল পারভেজ বলেন, প্রতিবছর উপজেলা প্রশাসন শোভাযাত্রা, পান্তা-ইলিশ, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এবার নুসরাতের স্মরণে উৎসব আয়োজন স্থগিত করা হয়েছে।

ইউএনও বলেন, ছোট একটি র‌্যালি হয়েছে। র‌্যালিতে নুসরাত হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নৃশংসতার আগুনে দগ্ধ হয়ে অকালে চলে যাওয়া নুসরাত জাহান রাফির করুণ আর্তনাদ ভুলতে পারছেন না তার মা শিরিন আক্তারও। মেয়ে হারানোর যন্ত্রণায় ঘুমের মধ্যেই কেঁদে ওঠেন তিনি। নুসরাত ছাড়া নববর্ষ তার কাছে বিষন্নতায় ভরা।

সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করায় ৬ এপ্রিল আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যান তিনি। এ ঘটনায় মামলা করেছেন তার ভাই।

নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি মো. নুরুল আমিন বলেন, নুসরাতের অকাল মৃত্যুতে সারাদেশ শোকাহত। প্রতি বছরেরর মতো এবারও আমাদের বর্ষবরণের আয়োজন ছিল। কিন্তু নুসরাতের স্মরণে আমরা সব কর্মসূচি স্থগিত করেছি।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করায় শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। নির্মন এ ঘটনায় শোকাচ্ছন্ন পুরো সোনাগাজী। শোকের ছায়া কাটেনি নববর্ষেও।