• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ববিতে শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় নিজস্ব অর্থায়নে বাংলা নববর্ষ উদযাপন করছে তারা। পহেলা বৈশাখ উপলক্ষে অন্যান্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কর্মযোগ্য যেমন; মঙ্গল শোভা যাত্রার আয়োজন করলেও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্মসূচি নেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলা নববর্ষ উপলক্ষে একটি নোটিশ পর্যন্ত প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা নিজ উদ্যোগে মঙ্গল শোভা যাত্রা, হাড়ি ভাঙা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, হক বাবার মাথা ফাঁটানো (ঢিল ছুরে হাড়ি ভাঙা), রম্য বিতর্ক এবং সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন করছে। রোববার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে তারা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ ঘুরে আবার প্রশাসনিক ভবনের নিচ তলায় এসে শেষ হয়ে। এসময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড, পেঁচা ইত্যাদি ছিল। প্রশাসনিক ভবনের নিচ তলায় আঁকা হয়েছে হরেক রঙের আল্পনা।

এদিকে পহেলা বৈশাখ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষুদ্ধ, হতবাক শিক্ষার্থীরা। তারা জানিয়েছ, পহেলা বৈশাখের মত জাতীয় একটি উৎসবের দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নির্বিকারিত্ব তাদের দেওলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। এতে তারা ক্ষুদ্ধ, মর্মাহত। এ বিষয়ে রেজিস্ট্রার ড. হাসিনুর রহমানকে ফোন দিলে, তিনি বিষয়টি এড়িয়ে যান।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পহেলা বৈশাখ উদযাপন না করলেও আমরা ( সাধারণ শিক্ষার্থীরা) নিজ অর্থায়নে বাংলা নববর্ষ উদযাপন করছি। মঙ্গল শোভাযাত্রা বের করেছি, যেন বিশ্ববিদ্যালয়ের সব অমঙ্গল দূর হয়ে যায়। তাছাড়া সারাদিনই আমাদের বিভিন্ন আয়োজন রয়েছে।