• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মান নিশ্চিত না করলে মেডিকেল কলেজের অনুমোদন নয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে। মান নিশ্চিত না করলে মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, স্বাস্থ্যসেবার আরো ব্যাপক উন্নয়ন ও প্রসার ঘটানোর জন্য পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনে এ কথা জানান তিনি। স্বাস্থ্যসেবা জনবান্ধব করতে ও বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থাকে আরো গতিশীল করতে প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ আয়োজন চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। এ সময় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যাম্বুলেন্স ও জিপগাড়ি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নতুন নতুন রোগের প্রাদুর্ভাবে মানুষ যেন জেলা পর্যায়ে চিকিৎসা সেবা নিতে পারে, সে ব্যবস্থা করা হচ্ছে। নার্সিং সেবায় আসতে বিজ্ঞান বিভাগে পড়ার বাধ্যবাধকতা দূর করা হবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু সরকার একা নয়, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারব। বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য এবং যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আমরা বিশেষ সুযোগ দিচ্ছি। শিশুদের ইনকিউবেটর মেশিন আনার বিষয়ে ট্যাক্স ফ্রি করে দিয়েছি।