• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

বাইসাইকেল পেল ১৫ শিক্ষার্থী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ দুস্থ-মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে।

এছাড়া ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে তিনশ বেঞ্চ, অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য দশটি সেলাই মেশিন ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে উপজেলা হাসপাতালকে প্রতিষেধক ভ্যাকসিন দেয়া হয়।

এডিবির অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে এসব তুলে দেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু।

এ সময় ইউএনও সুবর্ণা রানী সাহা, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, প্রকৌশলী সানাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ডা. অরুণ কুমার, ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, নজরুল ইসলাম ছানা, সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবুপড়দ বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষরা উপস্থিত ছিলেন।