• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন। 

মামলার বিবরণ ও আদালত সূত্রানুযায়ী, ২০০৫ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জের রামনাথপুরে আনছার আলীর ছেলে জাকেরুল ইসলাম মিলন তার মা'র অসুস্থতার কথা বলে এক কিশোরীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। 

এ ঘটনার দশ দিন পর মেয়ের বাবা জাকেরুলকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা করেন। সে সময়ের মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন বদরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। তিনি ৬ সেপ্টেম্বর ২০০৫ সালে জাকেরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।