• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

নুসরাত হত্যায় জড়িত সন্দেহে আরেক ছাত্রী আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯  

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িত সন্দেহে জান্নাতুল আফরোজ নামের ছাত্রীকে আটক করেছে পিবিআই।

মঙ্গলবার দুপুরে পরীক্ষার কেন্দ্র থেকে ওই ছাত্রীকে আটক করা হয়। আটক জান্নাতুলের বাবার নাম আবদুল আজিজ।

সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. হোসাইন বলেন, পুলিশ এক ছাত্রীকে আটক করেছে।  

ফেনী পিবিআইয়ের অ্যাডিশনাল এসপি মনিরুজ্জমান  বলেন, জান্নাতুলকে দুপুরে আটক করা হয়েছে। এছাড়া সোমবার নুসরাত হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে কামরুন নাহার মনি নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে। মনির বাবার নাম ছালেহ আহাম্মদ।

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করেছিলেন অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা। এ ঘটনায় নুসরাত থানায় অভিযোগ করলে অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এরপর যৌন হয়রানির মামলা তুলে না নেয়ায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার পরিকল্পনায় নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

গত ৬ এপ্রিল পরীক্ষার আগ মুহূর্তে মিথ্যা কথা বলে নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।