• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

বরগুনায় আলোচিত রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পাশের ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়। এই রামদাটি দিয়েই রিফাত ফরাজীসহ অন্যরা প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে। 

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির ডেইলি বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়।

 

 

তিনি আরো বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে আরিয়ান শ্রাবণ নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। বরগুনার বাজার সড়কে তার বাসা। তার বাবার নাম ইউনুস সোহাগ। 

এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড গেল মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। 

এছাড়া এজাহারভূক্ত তিনজনসহ মোট ছয়জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।