• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

‘হামার মাসুদ পুলিশ হইছে’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

‘গরিবের দিকে আল্লাহ মুখ তুলে তাকায়চে। বিনা টাকায় হামার মাসুদ পুলিশ হইছে। প্রধানমন্ত্রিক হামার মনত থেকে দোয়া করছি আল্লাহ ওনাক যেন সারাজীবন ভালো রাখে।’

এভাবেই আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন দিনাজপুরের বিরামপুরের দক্ষিণ রামচন্দ্রপুরের মাফরুজা বেগম। তিনি সদ্য নিয়োগ পাওয়া কনস্টেবল মাসুদ রানার মা।

মাফরুজা বেগম বলেন, কখনো চিন্তাই করিনি আমার মাসুদ বিনা টাকায় পুলিশে চাকরি পাবে। আমার জমি-জমা নাই, গরিব মানুষ। ছেলের চাকরি হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

মঙ্গলবার দুপুরে ফুল আর মিষ্টি নিয়ে মাসুদ রানার জরাজীর্ণ কুঁড়েঘরে হাজির হন বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির। মাসুদকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছে জানান তিনি। এ সময় ২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, বিরামপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার, বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

মাসুদ রানা বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৯৭ সালে তিনি মারা যাওয়ার পর আমাদের খেয়ে-পড়ে বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়ে। অভাবের কারণে থেমে যায় আমার ভালো চাকরি করার স্বপ্নও।

মাসুদ রানা আরো বলেন, দিনাজপুর পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়াই। কোনো ঘুষ-তদবির ছাড়াই চুড়ান্ত নিয়োগ পাই। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। চাকরি জীবনে কোনো অপরাধ-দুর্নীতি করবো না।