• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

যমুনা-ধলেশ্বরীর পানি বেড়ে ৫০ গ্রা‌ম প্লাবিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বেড়ে পাঁচ‌টি ইউপির ৫০টি গ্রা‌ম প্লাবিত হয়েছে। পা‌নিব‌ন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে এসব মানুষ।

পা‌নি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর থেকে যমুনা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে। ৩৭টি শীক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী গো‌বিন্দাসী ইউপির চারটি গ্রাম, নিকরাইল ইউপির আটটি গ্রাম, গাবসারা ইউপির ছয়টি গ্রাম, অর্জুনা ইউপির ১৮টি গ্রাম, ফলদা ইউপির তিন‌টি গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দী হ‌য়ে প‌ড়ে‌ছে। 

গাবসারা ইউপির রাজাপুরের আন‌সার আলী বলেন, চরম দু‌র্ভোগ পোহা‌তে হ‌চ্ছে। ঘ‌রে পা‌নি ওঠায় আশ্রয়কেন্দ্রে উঠে‌ছি। এখানে বিশুদ্ধ পা‌নি ও খাবার সংক‌ট দেখা দিয়েছে।

 

 

ইউপি চেয়ারম্যান মু‌নিরুজ্জামান ম‌নির বলেন, আমাদের ইউপির পু‌রোটাই চরাঞ্চল। এ কারণে বন্যার পানিতে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভুক্তভোগীদের জন্য ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। 

ভূঞাপুরের ইউএনও ঝোটন চন্দ জানান, বন্যা কব‌লিতদের সহ‌যো‌গিতায় সব ধর‌নের ব্যবস্থা নেয়া হ‌চ্ছে। তাদের চি‌কিৎসায় কয়েকটি মেডিকেল টিম গঠন করা হ‌য়ে‌ছে।

টাঙ্গাইল পাউবোর বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা, পুংলী, ঝিনাই, বংশাই, ধলেশ্বরীর পানি আরো বেড়েছে। এরমধ্যে যমুনার পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার, ধলেশ্বরীর পানি ৮৯ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।