• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না: শিল্পমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যেকোনো ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো দুর্নীতিবাজ এই দলের নয়। দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না। যে দুর্নীতিবাজ সে সমাজ ও দেশের চোখে অপরাধী। আর অপরাধীর কোনো দল নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃীত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।  

বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে অনুদানের চেক বিতরনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবার পূজোতে বিভিন্ন মণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। কোনো সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয়  দেয়া হবে না। সবাই শান্তিতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবে। 

মনোহরদীর ইউএনও সাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়ামিষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।