• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

‘সব ধর্মের অধিকার নিশ্চিত করেছে সরকার’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত হয়েছে। সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করছে।

শুক্রবার সকাল দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে নেতাদের কাছে ১৬২টি মন্দিরের জন্য ১৬ লাখ ২০ হাজার টাকার সরকারি চালের (জিআর) বরাদ্দপত্র বিতরণ করেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে সংখ্যালঘুরা দেশে নিরাপদ। তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রানের ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

দিনাজপুর সদর ইউএনও মো. ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, রায় সাহেব দেবোত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিংসহ হিন্দু সম্প্রদায় নেতা পরিমল চক্রবর্তী তপন প্রমুখ। 

জেলা পূজা উদযাপন পরিষদ সদর থানার সাধারণ সম্পাদক স্বর্গীয় বিভাষ বিশ্বাসের স্ত্রী সোনালী বিশ্বাসের হাতে ব্যক্তিগতভাবে এক লাখ টাকার অনুদান দেন হুইপ ইকবালুর রহিম