• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

সোনারগাঁয়ে আবারো ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

চিকিৎসকের অবহেলায় দুই রোগীর মৃত্যুর পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ছয়টি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করেন সিভিল সার্জন ডা. ইমতিয়াজ। তবুও চিকিৎসকের অবহেলায় আবারো আরেক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সেবা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল অবরুদ্ধ করে স্বজনরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মৃত মালেকা আক্তার উপজেলার মোগরাপাড়া ইউপির দমদমা গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

রোগীর ফুফু সাবিকা পারভীন জানান, বৃহস্পতিবার সকালে পিত্তথলিতে পাথর অপসারণের করতে সেবা জেনারেল হাসপাতাল নামের ক্লিনিকে ভর্তি হন মালেকা। তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট রিয়াজ মোর্শেদ। বিকেল ৩ টায় রোগীকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসক। রোগীর স্বজনরা রোগীর অবস্থা জানতে চাইলে অপসারিত পিত্তথলি পাথর দেখিয়ে রোগী ভাল আছে বলে জানানো হয়।

তিনি আরো জানান, এক পর্যায়ে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক রোগীকে আইসিওতে রাখার কথা স্বজনদের জানান। চিকিৎসকের কথা শুনে আতঙ্কিত রোগীর ফুফু সাবিকা পারভীন জোরপূর্বক অপারেশন থিয়েটারে ঢুকে রোগীর মুখে ফেনা দেখতে পান। পরে রোগীকে ওই হাসপাতালের ইকরাম নামের এক চিকিৎসকের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ প্রি-অ্যাকটিভ হাসপাতালে নেন। প্রি-অ্যাকটিভ হাসপাতালের চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করলে সঙ্গে থাকা চিকিৎসক ইকরাম পালিয়ে যান। 

সেবা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. দেবব্রত দাস জানান, অপারেশনের পর অজ্ঞান করতে এনেসথেসিয়ার মাত্রা কম বা বেশি হওয়ার কারণে রোগীর অবস্থা এমন হয়েছে। রোগীকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছিলাম। পথের মধ্যে রোগী মারা যান। তবে চিকিৎসক বা ক্লিনিক কর্তৃপক্ষের কোনো ত্রুটি নেই বলে দাবি করেন তিনি। 

সেবা জেনারেল হাসপাতালের পরিচালক ড. নুরে আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যদি চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করবো। 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খাতুন হক বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে চিকিৎসকের দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।