• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অত্যাধুনিক তিন মেশিন নিয়ে মহাসড়কে পুলিশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

রাজবাড়ীতে দুর্ঘটনা এড়ানোসহ বিভিন্ন কারণে অত্যাধুনিক তিন ধরনের মেশিনসহ ঢাকা-আরিচা মহাসড়কে নেমেছে পুলিশ। এর মধ্যে রয়েছে এলকোহল ডিটেক্টর, আরএফআইডি, স্পিডগান রয়েছে। 

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিন ধরনের মেশিন দেয়া হয়েছে। এর মধ্যে এলকোহল ডিটেক্টর দিয়ে মাদক পরীক্ষা, আরএফআইডি মেশিন দিয়ে গাড়ির কাজ পরীক্ষা ও স্পিডগান মেশিন দিয়ে নিয়মিত গতি মাপা হচ্ছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ মোড়ের দূরত্ব ১৩ কিলোমিটার। ঢাকায় আসতে বা দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে যেতে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করতে হয়। প্রতিদিন এ সড়কে ২১ জেলায় পাঁচ থেকে ছয় হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। 

সংবাদপত্রের তথ্যানুযায়ী, চলতি বছরের ৯ মাসে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২২ জন। এছাড়া আহত হয়েছেন শতাধিক। তাছাড়া ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর বেশিরভাগ দুর্ঘটনা ঘটিয়েছে মাদকসেবী চালক ও বেপরোয়া গতি।