• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

স্ত্রীকে মৃত ঘোষণা করতেই স্বামী উধাও

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

স্ত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করতেই স্বামী হাসপাতাল ছেড়ে উধাও গেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়া স্বামী রহিদুল ইসলাম উপজেলার বড়বিহানালী ইউপির কুলিবাড়ি গ্রামের আহসান আলীর ছেলে। তার স্ত্রীর নাম শিমু খাতুন।

বাগমারা থানা পুলিশ শিমু খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রহিদুল ইসলাম একটি ভ্যানে করে কার স্ত্রী শিমুকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিমু বিষপান করেছেন বলে তিনি চিকিৎসকদের জানান এবং চিকিৎসা শুরু করার অনুরোধ করেন। পরে বিষপানের কোনো নমুনা না পেয়ে চিকিৎসক শিমুকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পর শিমু মারা যান। এ সময় খবর পেয়ে শিমুর স্বজনরা হাসপাতালে আসেন। তখনই মৃত স্ত্রীকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে স্বামী রহিদুল পালিয়ে যান। পরে রাতে থানায় খবর দেয়া হলে পুলিশ হাসপাতালে আসে।

শিমু খাতুনের ছোট ভাই রেজাউল করিম অভিযোগ করেন, তার বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তার বোনের পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগে ভগ্নীপতি রহিদুল প্রায়ই নির্যাতন করতেন। তিনদিন ধরে থেমে থেমে তার বোনের ওপর নির্যাতন চালানো হয়। এর ফলেই বোনের মৃত্যু হয়েছে।

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিমুর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি বলা হয় শিমুকে হত্যা করা হয়েছে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।