• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রোববার আসছে নির্বাচনী মালামাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মালামাল রোববার (৯ ডিসেম্বর) চট্টগ্রামে আনা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) থেকে মালামাল গ্রহণ করতে সহকারি সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত একটি চিঠি জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। ব্যালট পেপার ছাড়া অন্যান্য মালামাল ইসি থেকে গ্রহণ করতে একজন প্রতিনিধি প্রেরণের জন্য ওই চিঠিতে বলা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, রোববার একজন প্রতিনিধি ইসি থেকে মালামাল গ্রহণ করবেন। ওইদিন রাতে মালামাল চট্টগ্রামে পৌঁছাবে।

‘প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার ছাপানো হয়। এজন্য ব্যালট পেপার পরে পাঠাবে ইসি। রোববার স্ট্যাম্প প্যাড, দাপ্তরিক সিল, মার্কিং সিল, ব্রাস সিলসহ ১২ রকমের দ্রব্য ইসি থেকে সরবরাহ করা হবে। তবে ব্যালট বক্স মজুদ থাকায় সেটি লাগবে না।’ যোগ করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষ করেছে ইসি। চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা পড়েছে ১৮০টি। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ৪৭টি মনোনয়নপত্র। চট্টগ্রামে ভোট হবে ১ হাজার ৮৯৯ কেন্দ্রের ১০ হাজার ৬৯২ বুথে।

জেলা নির্বাচন অফিসের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামে ভোটার ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। তার মধ্যে পুরুষ ২৯ লাখ ১২ হাজার ৭২ ও মহিলা ২৭ লাখ ২৫ হাজার ৩৮৯ জন।