• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কলেজে নিয়মিত হতে জুতা সেলাই করেন পলাশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

ভোলার বোরহানউদ্দিন পৌর শহরে ফুটপাতে বসে জুতা সেলাই করেন পলাশ চন্দ্র দাস।  নিজের পড়ার খরচ ও সংসার পরিচালনা করতে তিনি এ কাজ করছেন। পলাশ বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ এর বিকম ২য় বর্ষের  ছাত্র। ভবিষ্যতে সরকারি চাকরি করে সংসারের অভাব অনটন দূর করা তার স্বপ্ন। 

পলাশ চন্দ্র দাসের গ্রামের বাড়ী উপজেলার কুতুবা ৭নং ওয়ার্ডের মুছি বাড়ী। বাবার বসত ভিটা ছাড়া আর কিছুই নেই।

বোরহানউদ্দিন পৌরসভার ফুটপাতে পোষ্ট অফিসের সামনে বসে জুতা সেলাই’র কাজ করছেন পলাশ চন্দ্র দাস। অভাব ও দারিদ্রতার মাঝেও নিজের পড়ালেখার হাল ছাড়েনি।

তার বাবা রবি চন্দ্র দাসের পুরোনো ব্যবসা জুতা সেলাই’র দোকান। তার পিতার একা উপার্জনে সংসার পরিচালনা করতে এবং ছোট ভাই পড়াশুনা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। নিজের পড়ালেখায় অনিশ্চিয়তা দেখা দেয়ায় পলাশ থেমে না গিয়ে বাবার সঙ্গে জুতা সেলাই’র কাজ করে বাবাকে সহযোগিতা করছেন।  

পলাশ চন্দ্র দাস বলেন, জুতা সেলাই’র কাজ করে সংসার ও পড়াশুনার খরচ চালাচ্ছি। মাঝে মধ্যে বন্ধুদের দেখলে একটু লজ্জা লাগে। আমার স্বপ্ন সরকারি একটি চাকুরী করে পরিবারের অভাব অনটন দূর করা।