• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘মাদক বন্ধ করা মাশরাফীর একার দায়িত্ব না’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, তরুণরা চাইলে মাদক নির্মূল করা সম্ভব। যে মাদক বিক্রি বা সেবন করবে, তাকে অবশ্যই আটকাতে হবে। এটা শুধু মাশরাফীর একার দায়িত্ব না। আপনাদের সবার দায়িত্ব।

মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী কনসার্টে তিনি এসব কথা বলেন।

এ সময় তরুণদের উদ্দেশ্যে মাশরাফী বলেন, কনসার্টে সবাই মজা পাচ্ছেন আশা করি। যেহেতু কনসার্টটি মাদকবিরোধী। তাই এ বিষয়ে কিছু কথা বলছি। আমি বিশ্বাস করি আপনারা চাইলে অবশ্যই মাদক বন্ধ করা সম্ভব। আপনারা চাইবেন তো নাকি? এটা সমাজের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। প্রশাসন মাদক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও আমি বিশ্বাস করি আরো কন্ট্রোল করা সম্ভব।

এমপি আরো বলেন, আমরা চাই না আমাদের ছোট ভাইবোনেরা নষ্ট হয়ে যাক। তরুণ সমাজ নষ্ট হয়ে যাক। আপনারা পড়ালেখা করবেন, খেলাধুলা করবেন, বাবা মায়ের কথা শুনবেন। আমরা সবসময় খেলাধুলার মধ্যে থাকতাম। আমাদের আনন্দ ফুর্তি কখনো মাদক কেন্দ্রিক ছিল না। আরেকটি কথা স্ট্রংলি বলতে চাই, প্রশাসন আরো কঠোর হলে নড়াইলকে সবার আগে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে পারবো।