• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মিরপুরে দুই নারীর মরদেহ: পালিত ছেলে আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

রাজধানীর মিরপুর-২ নম্বরে বৃদ্ধা ও তার গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ। সোহেল ওই বৃদ্ধার পালক ছেলে।

মঙ্গলবার রাতে মিরপুর থেকে তাকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে বৃদ্ধা রহিমা বেগম (৭০) ও গৃহকর্মী সুমি আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোহেল ওই বৃদ্ধার পালক ছেলে বলে জানা গেছে।

ডিএমপি’র মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, সুমি সোমবারই ওই বাসায় কাজে যোগ দেয়। গৃহকর্ত্রী সাহেদা বেগম বাসায় একাই থাকতেন। সেখানে তিনি ভাড়া থাকতেন। তার একটি পালক পুত্র আছে। সেই মাঝেমধ্যে বৃদ্ধার কাছে আসতেন বলে জানা গেছে।

গৃহকর্মীর খালার বরাত দিয়ে তিনি আরো জানান, সুমির খোঁজ নিতে তার খালা মঙ্গলবার সন্ধ্যায় ওই বাসায় যান। তিনি দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে দু’জনকে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।