• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

অনর্গল ইংরেজিতে কথা বলে অন্ধ ভিক্ষুক!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

ধানমন্ডি লেকের পাশে সাকিব হাসান নামে এক অন্ধ ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে। সে হাঁটছিল আর উচ্চস্বরে ইংরেজি গান শুনছিল। তবে শুধু গান শোনাই নয়, সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে।  

কয়েক ঘণ্টা আগে উই আর বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে ওই ভিক্ষুকের চার মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। এটি এরই মধ্যে হয়েছে ভাইরাল। এতে অনেকেই লাইক ও কমেন্ট করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ওই ভিক্ষুক ইংরেজিতে এক ব্যক্তিকে নিজের পরিচয় দিচ্ছেন। তিনি জানান, ধানমন্ডির ২৬ নম্বরে যাবেন। সেখানেই  তিনি থাকেন। আর তার মা মিরপুর ১৪ নম্বরে থাকেন। সেখানে তার মা ও ছোট এক বোন রয়েছে।

তিনি ভিডিওতে জানান, মূলত সাকিবই পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি। তার মা গৃহিণী। এছাড়া তার ছোট বোন পোশাক কারখানায় চাকরি করেন। আর বড় বোনের বিয়ে হয়ে গেছে।

এতে আরো দেখা যায়, পাঞ্জাবি পরিহিত ওই যুবকের হাতে একটি লাঠি রয়েছে। এতে ভর করেই তিনি হাঁটেন। ওই ভিডিওতে একপর্যায়ে নিজের পরিচয় দেয়ার পাশাপাশি অপর ব্যক্তিকেও প্রশ্ন করেন। তিনি কোথায় বাস করেন জানতে চান। ওই ব্যক্তিও পরিচয় দেন।

ভিডিওটি দেখতে <<<এখানে >>> ক্লিক করুন