• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে চিরকুট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

রাজধানীতে একটি মেস থেকে সাইফুল ইসলাম নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার নিথর দেহের পাশে একটি চিরকুটও পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় শ্যামলী-২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী সাংবাদিকদের জানান, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র ছিলেন সাইফুল। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

ওসি বলেন, শ্যামলীর ওই মেসের একটি কক্ষে সাইফুল ও তার এক বন্ধু থাকত। গতরাতে (মঙ্গলবার) তার বন্ধু মেসে ছিল না। বুধবার বিকালে এসে সে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সাইফুলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় পাশেই তার লেখা সুইসাইড নোট পাওয়া যায়।

ওসি আরো বলেন, সুইসাইড নোটে দারিদ্রতার কারণে পরিবারের আশা পূরণ করতে না পারায় মা-বাবার কাছে ক্ষমা চেয়েছে সাইফুল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।