• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ফেনীতে ৬৮৯৪ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

ফেনীতে ২৬ টাকা কেজি দরে ছয় হাজার ৮৯৪ মেট্রিক টন আমন ধান কেনা শুরু করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে শহরের খাদ্য গুদাম চত্বরে নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান কেনার কার্যক্রমের উদ্বোধন করেন ফেনীর ডিসি মো. ওয়াহিদুজজামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহীদ উদ্দিন মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত (উপ-পরিচালক) মোশারফ হোসেন খান, সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. শাহীন মিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারসহ কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রথম দিনে ফেনী সদর উপজেলার কৃষি বিভাগের নিবন্ধিত এক হাজার ৭০০ প্রান্তিক কৃষক থেকে ধান সংগ্রহ করা হয়। তবে জেলাব্যাপী কার্যক্রমটি চলবে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার নিবন্ধিত প্রত্যেক কৃষক থেকে এক টন ধান সংগ্রহ করা হবে।