• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মহিলা ভাইস চেয়ারম্যানের তিনতলা বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি জমি দখল করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার তৈরি করা বিলাস বহুল তিনতলা ভবনটি ভেঙে ৬ শতাংশ জমি দখলমুক্ত করেছেন প্রশাসন।

নারায়ণগঞ্জের ডিসির নির্দেশে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা এলাকার মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, গত ২৩ অক্টোবর রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর শুনানি হয়। শুনানিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা উপজেলার সদর ইউপির ইছাপুরা এলাকায় ৬ শতাংশ সরকারি  জমি দখল করে ৩ তলা বিশিষ্ট একটি বিলাস বহুল বাড়ি নিমার্ণ করেছে বলে অভিযোগ করা হয়। শুনানিতে ফেরদৌসী আলম নীলা সরকারি জমি দখলের বিষয়টি অস্বীকার করেন। পরে দুদক কমিশনার সরকারি জমি দখলের বিষয়টি তদন্ত করতে ডিসি জসিম উদ্দিনকে দায়িত্ব প্রদান করেন। তদন্ত করে সরকারি খাসের ৬ শতাংশ জমি দখল করে বিলাশ বহুল বাড়ি নির্মাণের বিষয়টির সত্যতা পান। 

বৃহস্পতিবার দুপুরে ডিসি জসিম উদ্দিনের নির্দেশে সরকারি খাস জমিতে থাকা তিনতলা বিশিষ্ট বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করে স্থানীয় প্রশাসন।