• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

জামাই-শাশুড়ি মিলে অবৈধ ব্যবসা, অবশেষে ধরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

কুমিল্লা থেকে অবৈধ পণ্য নিয়ে নারায়ণগঞ্জ আসেন জামাই ও শাশুড়ি। তবে জেলার বন্দর উপজেলায় প্রবেশের আগেই তাদের আটক করে পুলিশ। এরপর তাদের কাছে থাকা অবৈধ পণ্য উদ্ধার করা হয়। 

শুক্রবার দুপুরে জেলার সাইলোগেটের শীতলক্ষ্যা নদী পার হওয়ার আগে তাদের আটক করা হয়। আটকরা হলেন-কুমিল্লা সদরের শাসনগাছা পালপাড়া ‘স’ মিলস এলাকার ইউনুস মিয়ার ছেলে মহাসীন, তার শাশুড়ি বাহার মিয়ার স্ত্রী ফাতেমা বেগম আলোনী।

সিদ্ধিরগঞ্জ  থানার ওসি মো. কামরুল ফারুক জানান, কুমিল্লা থেকে পাঁচ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জে আসার জন্য চিটাগাং রোডে নামেন জামাই-শাশুড়ি। পরে জেলার বন্দর উপজেলায় যেতে তারা শীতলক্ষ্যা নদী পাড়ি দেয়ার চেষ্টা করেন। তবে এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটকরা বিভিন্ন জেলা থেকে মাদক পাচার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে। এরপর বিভিন্ন স্থানে সেই মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের পথে নিচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।