• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঢাবি ছাত্রীকে ধর্ষণ

ডিএনএ’তে মিলেছে মজনুর সম্পৃক্ততা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের দায়ে গ্রেফতার মজনুর ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি। তারা বলছে, ওই ছাত্রীর কাপড় থেকে সংগৃহীত দুটি আলামত ও মজনুর রক্ত প্রোফাইল করে পরীক্ষার মাধ্যমে প্রমাণ মিলেছে।

শনিবার রাতে পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ছাত্রীর কাপড় থেকে নমুনা সংগ্রহ ও মজনুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেখানে ধর্ষণে মজনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এরইমধ্যে সিআইডি তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিন দিনের মাথায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু নামের একজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় তাকে।