• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

নিহত জামাল হোসেন উপজেলার নারায়ণপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মন্ত্রীরচর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

শনিবার ভোরে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যান জামাল হোসেন। তাকে সীমান্তে দেখে করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয় জামাল হোসেন নিহত হন। তার লাশ সীমান্ত থেকে পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে আনেন।

পরিবারের সদস্যরা বিজিবির মামলা এড়ানোর ভয়ে লাশটি লুকিয়ে রাখার চেষ্টা চালায়। কিন্তু বিষয়টি বিজিবি জানতে পেরে বিকেলে নিহত জামালের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।