• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

কুকুর থেকে বিস্কুট রক্ষা করতে গিয়ে স্কুলছাত্র নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোববার সকালে স্কুল থেকে বাড়ি আসার পথে হাতের বিস্কুট রক্ষা করতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় মোজাহিদ নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। 

নিহত স্কুলছাত্র ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির বড়ভিটা গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলাম বুলবুলের একমাত্র ছেলে। সে উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।

নিহত স্কুলছাত্রের চাচা টুকু মিয়া ডেইলি বাংলাদেশকে জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে তার ভাতিজা মোজাহিদ স্কুল ছুটি শেষে স্কুল থেকে দেয়া বিস্কুট হাতে নিয়ে বাড়ি ফিরছিল। স্থানীয় আজিজার রহমান মাস্টারের বাড়ি সংলগ্ন রাস্তায় তার হাতের বিস্কুট ছিনিয়ে নিতে একটি কুকুর ভাতিজা মোজাহিদের দিকে তেড়ে আসলে সে বিস্কুট বাঁচাতে দৌড় দেয়। এ সময় ফুলবাড়ী বাজার থেকে ছেড়ে আসা বড়ভিটা বাজারমুখী একটি চলন্ত ইজিবাইকের সঙ্গে মোজাহিদ সজোরে ধাক্কা খায়। মাথায় আঘাত পেয়ে সে মাটিতে লুটিয়ে পড়লে ইজিবাইক চালক তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারা বেগম জানান, ইজিবাইকের ধাক্কায় মোজাহিদ নামে ওই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে তারা তাকে মৃত পেয়েছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।