• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শেরপুরে ভুয়া প্রশ্নফাঁসকারী গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস ও রেজাল্ট পরিবর্তনের গুজব ছড়ানোর অভিযোগে মো. মোশারফ হোসেন শাওন নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বিকেলে শেরপুর সদরের চাপাতলী বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া মোশারফ হোসেন শাওনের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করে র‌্যাব। তার বাবার নাম মো. আতাউর রহমান।

র‌্যাব জানায়, ২০১৮ সাল থেকে সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা করছিল শাওন। সে সময় থেকে অসংখ্য ফেইক আইডি তৈরি করে পিএসসি, জেএসসি, এসএসসি এইচএসসি ও ডিগ্রিসহ সব পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষার রেজাল্ট পরিবর্তনসহ বিভিন্ন গুজব প্রচার চালাত। এর মাধ্যমে বিকাশের সাহায্যে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল। বিভিন্ন পরীক্ষার সময় সে নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রলুব্ধ করত।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস ও রেজাল্ট পরিবর্তনের গুজব ছড়ানো হচ্ছে এমন অসংখ্য ফেসবুক আইডি, আইডির ফ্রেন্ড, ফেসবুক গ্রুপ ও ম্যাসেঞ্জার গ্রুপের সঙ্গে শাওনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

র‌্যাবের উপ-পরিচালক এসপি মো. তোফায়েল আহমেদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোশারফ হোসেন শাওনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।