• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

চীনে যাওয়া পাইলট-ক্রুদের ঢুকতে দিচ্ছে না অন্য দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

চীনের উহান থেকে বাংলাদেশিদের আনতে বিমানের যে উড়োজাহাজটি গিয়েছিল তার পাইলট ও ক্রুদের অন্য কোনো দেশ ঢুকতে দিচ্ছে না।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, এখনো চীনে ১৭১ জনের ছাত্রদের একটা গ্রুপ রয়েছে, যাদেরকে আনার ব্যাপারে চেষ্টা চলছে। তাদের আনার ব্যাপারে আমাদের বিমান পাঠানো যাচ্ছে না।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এর আগে যে বিমানে করে চীনে অবস্থানরতদের নিয়ে আসা হয়েছে সেই পাইলটদেরকে অন্যদেশ বিমান নিয়ে ঢুকতে দিচ্ছে না। এজন্য চীনের কোনো বিমান দিয়ে তাদের আনার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে।

এর আগে শনিবার চীনের উহান থেকে দেশে ফিরেছেন ৩১২ জন বাংলাদেশি। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরেন তারা। তাদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাকিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ফিরে আসাদের মধ্যে যে সাত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।