• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

নিখোঁজের পাঁচদিন পর নদীর তীরে মিললো রংমিস্ত্রির মরদেহ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

নিখোঁজের পাঁচদিন পর মুন্সিগঞ্জের লাগোয়া ধলেশ্বরী নদীর তীর থেকে দুলাল মোল্লা নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে মোল্লারচর এলাকার ধলেশ্বরী তীরে কচুরিপানার ভেতর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মোল্লারচর এলাকার মাঈনউদ্দিন মোল্লার ছেলে। 

মুন্সিগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীর তীরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, গত ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে চাচাতো ভাই শাকিল মোল্লা ফোন করলে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি দুলাল। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় ৩১ জানুয়ারি দুলালের স্ত্রী কাকলী বেগম সদর থানায় জিডি করেন। 

এদিকে, নিখোঁজের পর রংমিস্ত্রির চাচাতো ভাই শাকিলকে একাধিকবার হাতের নাগালে পেয়ে আটক বা গ্রেফতার করেননি পুলিশ। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এলাকাবাসীর দাবি, শাকিল একজন মাদকাসক্ত। শাকিলই রংমিস্ত্রি দুলালকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। শাকিল মোল্লারচর এলাকার বারেক মোল্লার ছেলে।