• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

৪০ দিন নামাজ পড়ে ১৫ কিশোর পেল সাইকেল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

সিলেটে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৫ কিশোরকে দেয়া হয়েছে সাইকেল।

মঙ্গলবার বিকেলে নগরীর সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ মাঠে তাদের হাতে এসব সাইকেল তুলে দেয়া হয়।

হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন জানান, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে মসজিদ কমিটি ও তালিমুদ্দীন একাডেমির উদ্যোগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৩৩ শিশু-কিশোর অংশ নেয়। তবে এক টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ১৫ কিশোর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে তাদের সাইকেল ও বাকিদের একটি করে জায়নামাজ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা তাহমিদুল মাওলা, শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।