• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিশ্বমানের ওষুধ উৎপাদন করছে বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯  

বাংলাদেশ এখন বিশ্বমানের ওষুধ তৈরি করছে। শুধু আশপাশের দেশে নয়, কঠিন নিয়ম-কানুন দ্বারা নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে।

গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির (বিএপিআই) উদ্যোগে ওষুধ শিল্পের সঙ্গে জড়িত ৭ জন নবনির্বাচিত সংসদ সমস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি সালমান এফ রহমান। তিনি নিজেও একজন সংসদ সদস্য।

তিনি বলেন, রপ্তানি বাড়ানোর জন্য সরকার আগামী বাজেটে এ খাতে প্রণোদনা দিতে পারে। দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো এখন বিশ^মানের ওষুধ উৎপাদন করছে। চাহিদার ৯৮ শতাংশ ওষুধ তৈরি করছে দেশি প্রতিষ্ঠানগুলো। বিশ^মানের ওষুধ এত কম দামে আর কোথাও পাওয়া যায় না।

সালমান এফ রহমান বলেন, আজ শুধু ওষুধ শিল্প না, বাংলাদেশে বেসরকারি খাতকে এগিয়ে নিয়েছে বর্তমান সরকার। আজ দেশে যে উন্নয়ন হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের কারণে। বর্তমান আওয়ামী লীগ সরকার শিল্পবান্ধব সরকার।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশের অগ্রগতির গর্বিত অংশীদার ওষুধ শিল্প। বাংলাদেশ বিশ^মানের ওষুধ তৈরি করছে। শুধু আশপাশের দেশে নয়, কঠিন নিয়ম-কানুন দ্বারা নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। তিনি বলেন, রপ্তানি বাড়ানোর জন্য সরকার আগামী বাজেটে এ খাতে প্রণোদনা দিতে পারে।

নাজমুল হাসান বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে সত্তরের বেশি হয়েছে। এতে ওষুধ শিল্পের অবদান আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। এর পেছনেও ওষুধ শিল্পের অবদান আছে। তিনি আরো বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প এগিয়ে যাচ্ছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানি করে নতুন ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। বর্তমানে দেশে ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় ১৭ হাজার কোটি টাকার ওপরে এবং আন্তর্জাতিক বাজার ২২০০ কোটি টাকারও বেশি। এ খাতে প্রবৃদ্ধির হার প্রায় ১৫ শতাংশের ওপরে।