• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

শিশু ইমন হত্যায় জামায়াত নেতাসহ চারজনের ফাঁসি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯  

সুনামগঞ্জের ছাতকের চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু ইমনকে অপহরণের পর হত্যার দায়ে জামায়াত নেতা স্থানীয় মসজিদের ইমামসহ চারজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, মামলার চার অসামির সবার ফাঁসির রায় দিয়েছেন অদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২০১/৩৪ ধারায় লাশ গুম করার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক অসামিকে আরও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন আদালত।

Sylhet

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন- ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি ও বাতিরকান্দি জামে মসজিদের ইমাম সুয়াইবুর রহমান সুজন, উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও বাতিরকান্দি গ্রামের জায়েদ আহমদ, একই গ্রামের রফিকুল ইসলাম ও সালেহ আহমদ। তাদের মধ্যে সালেহ আহমদ ছাড়া অন্য তিনজন কারাগারে আটক রয়েছেন।

আদালতে বাদিপক্ষের আইনজীবী ছিলেন এ কে এম শামিউল আলম ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন শহিদুজ্জামান চৌধুরী।

Sylhet

নিহত ইমনের বাবা বাতির গ্রামের বাসিন্দা জহুর আলী ছেলে হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে এবং দ্রুত কার্যকর করা হয়।

রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী বলেন, রায়ে আমার মক্কেলরা ন্যায় বিচার পাননি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ অদালতে আপিল করব।