• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

প্রতিমাসে প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে : সিপিডি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯  

দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় প্রতিবছর বাড়ছে বেকারের সংখ্যা। প্রায় দেড় লাখ বেকারের কর্মসংস্থান হলেও, এর বাইরে থাকছে আরো একটি অংশ। এতে শ্রম বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। 

রোববার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রবৃদ্ধি ও অগ্রাধিকার’ বিষয়ক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, গত ১০ বছরে অর্থনৈতিক উন্নয়ন হলেও কর্মসংস্থান প্রবৃদ্ধি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমাজে উদ্বেগ বাড়িয়েছে বৈষম্যের চিত্র।

বিশ্ব ব্যাংকের তথ্য ব্যবহার করে গবেষণায় বলা হয়, প্রতিমাসে বাংলাদেশে দুই লাখ মানুষ শ্রম বাজারে ঢুকছে। এর বিপরীতে চাকরি হচ্ছে ১ লাখ ৩০ হাজার মানুষের। সেক্ষেত্রে প্রতিবছর বেকার হচ্ছে আট লাখ মানুষ। প্রবৃদ্ধির সুবিধা সমানভাবে বিতরণ না হওয়ায় বৈষম্য চরম আকার ধারণ করেছে।

সিপিডির সংলাপে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দেয়া দরকার। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে অবকাঠামোগত উন্নয়ন হলেও, তা ব্যবহারে স্বচ্ছতা কম।

শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ না হলে, টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এক্ষেত্রে কোচিং বাণিজ্য বন্ধের বিষয়টিও গুরুত্ব দেয়া হয় সংলাপে।