• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ এবং হাসপাতালে ভর্তি থাকায় আদালতে হাজির করেনি পুলিশ। 

এসময় তার পক্ষে আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। পরে কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ রুহুল আমিন অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই বছরের ৫ অক্টোবর পুলিশ তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।