• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

রায়পুরার ইউপি নির্বাচনের প্রজ্ঞাপনে স্থিতাবস্থা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন প্রকাশে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ফলে নির্বাচন কমিশন ফলাফলের প্রজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবী।

একই সঙ্গে ডৌকারচর ইউপি নির্বাচনে অনিয়মের তদন্ত করতে নির্বাচন কমিশনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান এবং ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

রিট আবেদনটি করেন ডৌকারচর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সোহেল পারভেজ।

গত ২৫ জুলাই নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনটি কেন্দ্রে অনিয়ম, জালিয়াতি ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন কমিশনে আবেদন করেন মোহাম্মদ সোহেল পারভেজ। আবেদনে সাড়া না দেয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।