• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ইবিএলের সহায়তায় দিন জুড়ে ফাইন্যান্স সামিট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

পেশাদার উদ্যোক্তা ও বিনিয়োগ শিল্পে আগ্রহীদের নিয়ে  ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সহায়তায় লাইট হাউজ একদিনের ফাইন্যান্স সামিটের আয়োজন করেছে।

শনিবার হোটেল ওয়েস্টিনে এ সামিট অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প বিষয়ক সার্বিক চিত্র, সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হয়, যাতে তারা ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে পারেন।

কর্পোরেট ব্যক্তিত্ব ও অর্থনীতি, ফাইন্যান্স, বিনিয়োগ কৌশল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সম্পদ ব্যবস্থাপনা ও আইটি বিষয়ক কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত বক্তব্য রাখেন- ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী নাসের এজাজ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারুক মঈনুদ্দিন আহমেদ, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম, রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, ইউল্যাবের স্কুল অব বিজনেসের ডীন ইমরান রহমান, আইসিটি মন্ত্রণালয়ের টিনা জাবিন, সহজ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম. কাদির, বিজিএমইএ এর পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক (ফাইন্যান্স) মুহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।