• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পোশাকের উপর ভর করে রফতানি আয় ৪০বিলিয়ন ডলার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০১৯  

দেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। মূলত এখাতের রফতানিতে ভালো প্রবৃদ্ধির উপর ভর করেই দেশেরে সামগ্রিক রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪০হাজার ৫শ’৩৫কোটি ডলার। 

সোমবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। 

বিদায়ী অর্থবছরে (২০১৮-১৯) রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯০০ কোটি ডলার। তবে তার চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ বেশি রফতানি আয় হয়েছে।  

বিদায়ী  অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক রফতানি করেছে ৩ হাজার ৪১৩ কোটি ডলার। এই আয় আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৪৯ শতাংশ বেশি। এর আগের অর্থাৎ  ২০১৭-১৮ অর্থবছরে পোশাক রফতানিতে আয় হয়েছিল ৩ হাজার ৬১ কোটি ডলার। 

প্রতিবেদন অনুযায়ী,বিদায়ী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে আয়ের পরিমাণ হল ১০১ কোটি ডলার। তবে এ খাতে ছয় শতাংশের বেশি রফতানি আয় কমেছে। ওষুধ রফতানি বেড়েছে ২৫.৬০শতাংশ।

কৃষি প্রক্রিয়াজাত পণ্যে রফতানি আয় হয়েছে ৯০ কোটি ৮৯ লাখ ডলার। যা ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯২ শতাংশ বেশি। পাট ও পাটপণ্য রফতানিতে আয় হয়েছে ৮১ কোটি ডলার।