• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করলেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসেবে ‘নগদ’-এর বিভিন্ন উদ্যোগের কথা তিনি সেমিানারে আলোচনা করেন।

সোমবার ‘ইনভেস্ট ইন ডিজিটালবাংলাদেশ; ফ্রমফিনটেকটুহাই-টেক’ শিরোনামে এক সেমিনার আয়োজন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

লন্ডনের পার্লামেন্ট হাউসের একটি সুইটে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তানভীর আহমেদ মিশুক তার আলোচনায় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনেদেন ‘নগদ’ এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে তিনি বলেন, বাংলাদেশে ৫৯টি নিবন্ধিত ব্যাংক থাকার পরও ৫৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। যেখানে ৯৮ শতাংশ মানুষের হাতে মোবাইল থাকার পরও মানুষ আর্থিক অন্তর্ভুক্তিতে আসতে পারছে না, সেখানে ‘নগদ’ তার যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ১ কোটি ২২ লাখের বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সক্ষম হয়েছে। এ ছাড়া সম্প্রতি আরো প্রায় ৫ কোটি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত করার কার্যক্রম অব্যাহত আছে।

সরকারের আর্থিক সহায়তা, ভাতা ও উপবৃত্তির মতো সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দিতে ‘নগদ’ কাজ করছে বলেও মন্তব্য করেন তানভীর আহমেদ মিশুক। 

তিনি বলেন, সরকারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে যাবে, যার মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল একটি সমাজ গঠন করা সম্ভব হবে।

সেমিনারটি সঞ্চালনা করেন হোমপে-এর সিইও রুবেল এহসান। সোনালি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকি, স্ক্রিল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুপিন্দর সিং ও লন্ডন স্কুল অব ইকোমিকসের অধ্যাপক লুতফি সিদ্দিক প্যানেল আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন।