• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সংসদে হাজির না থেকেও বাজেটের সমালোচনায় নুসরাত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

দেশের বর্তমান পরিস্থিতি যেন সিনেমা। ২০২০ সালের বাজেট দেশের অর্থনীতির কোনো উন্নতি ঘটাবে না। শনিবার বাজেট নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।

নুসরাতের কথায়, এই বাজেটে অর্থনীতি ও কর্মসংস্থানের কোনো উন্নতি তো হবেই না, এমনকি এই বাজেটে কৃষকদের স্বার্থও উপেক্ষিত। রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়ার পর এলআইসি-কে বেসরকারিকরণের পথে কেন্দ্র যেভাবে হাঁটছে এদিন সেবিষয়েও ক্ষোভ উগরে দেন নুসরাত। যদিও এদিন বাজেট পেশের সময় সংসদে উপস্থিত ছিলেন না তিনি। তবে সংসদে ছিলেন তৃণমূলের আরো এক সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

শনিবার সংসদে গিয়ে রাজনৈতিক বিবাদ ভুলে কংগ্রেস সাংসদ ও সুপ্রিয়া সুলে ও বিজেপি সাংসদ কিরণ খেরের সঙ্গে সেলফি তোলেন মিমি চক্রবর্তী। সেই সেলফি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি।