• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

কলকাতায় বাংলাদেশি পর্যটক বাড়ছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

ঈদের ছুটি শেষে হওয়ার পর বুধবার থেকে কলকাতার নিউমার্কেট এলাকায় বাড়ছে বাংলাদেশিদের আনাগোনা। এদিকে আবাসিক হোটেলগুলোও সরগরম হয়ে উঠেছে পর্যটকের ভিড়ে।

চিকিৎসা, কেনাকাটাসহ ভিসা সংগ্রহের মতো নানা কাজে হাজার হাজার বাংলাদেশি পর্যটকরা আসেন কলকাতায়। সরকারি হিসেব বলছে, প্রতিদিন গড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার বাংলাদেশি পর্যটক বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। আর তাদের অধিকাংশই থাকেন কলকাতায়।

নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ মার্কুইজ স্ট্রিট, সদরস্ট্রিট কিংবা রফি আহমদ কিদয় স্ট্রিটের হাজার হাজার ছোট বড় আবাসিক হোটেলে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নতুন খবর নয়। কিন্তু ঈদের আগে অন্য সময়ের তুলনায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি কমে যায়। বাংলাদেশি পর্যটক নির্ভর এই এলাকাটি তাই প্রাণহীন হয়ে পড়ে। যদিও বুধবার থেকে এলাকাটি ফিরছে আগের ছন্দে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনে পর্যটকের সংখ্যা আরো বাড়বে।