• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ইতালির ৯০ শতাংশ পর্যটনশিল্প বাংলাদেশিদের নিয়ন্ত্রণে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

পর্যটন শিল্পের উপর নির্ভর করে বিশ্বের যে ক'টি দেশ এগিয়েছে তার মধ্যে ইতালি অন্যতম। পর্যটন খাত থেকে প্রতি বছর ১৩ হাজার ৬শ' কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে থাকে দেশটি।

এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ইতালির অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু তীব্র গরমে চলতি বছর পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায় মন্দাভাব চলছে তাদের। ইতালির রোম থেকে আরো জানাচ্ছেন জুমানা মাহমুদ।

ইউরোপের গ্রীষ্মকাল প্রবাসীদের জন্য স্বর্ণালী সময় হলেও এবার প্রচণ্ড তাপদাহের কারণে তা ফিকে হয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় ইতালিতে এবার পর্যটক সংখ্যা কমায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, ৯০ শতাংশ পর্যটনশিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসীদের দখলে থাকলেও বৈরি আবহাওয়ার কারণে

এবার খুব একটা সুবিধা করতে পারেননি তারা।

ব্যবসায়ীরা বলছেন, এখন আমরা ৯০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছি। আগামীতে ১০০ ভাগ আমরা নিয়ন্ত্রণ করবো।

আর ব্যবসায়িক মন্দার প্রভাব পড়েছে রেমিটেন্সেও।
আরেক ব্যবসায়ী বলেন, এবার ২০ ভাগ ট্যুরিস্ট কম। সেকারণে সমস্যা হয়েছে।

জাতিসংঘের বিশেষ সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের র‌্যাংকিংয়ে বিশ্বে পঞ্চম স্থানে ইতালি। ঘুরতে আসা বিদেশি নাগরিকরা মুগ্ধ রোমের সৌন্দর্যে।

চলতি বছর পর্যটক সংখ্যা কমলেও আগামী বছর ভাল ব্যবসার প্রত্যাশা ট্যুরিজম সেক্টরে কাজ করা প্রবাসীদের।