• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অক্টোপাসের স্বপ্ন দেখার ভিডিও ভাইরাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

অক্টোপাস কি স্বপ্ন দেখে? তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সামুদ্রিক জীববিজ্ঞানী ডেভিড শেল সম্প্রতি অক্টোপাসের স্বপ্ন দেখার একটি ভিডিও ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে তিনি দেখিয়েছেন কীভাবে অক্টোপাস ঘুমের মধ্যে তার দেহের রং পরিবর্তন করে। এরপর থেকেই বিতর্ক শুরু হয়েছে অক্টোপাসের স্বপ্ন দেখার রহস্য নিয়ে। 

এ প্রসঙ্গে সামুদ্রিক জীববিজ্ঞানী ডেভিড শেল বলেন, একটি ঘুমন্ত অক্টোপাসের উপর গবেষণা করে আমি নিশ্চিত হয়েছি তারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। ঘুমন্ত অবস্থায় তাদের শারীরিক আকার ও রঙ্গের পরিবর্তর দেখলেই আপনি তা বুঝতে পারবেন। অক্টোপাস অনেক বুদ্ধিমান প্রাণী। তাদের আচরণ সত্যি আমাদের অবাক করেই চলছে।