• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

অবৈধ সম্পর্কের বিনিময়ে মিলছে বাড়ি ভাড়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পর্ক ও যৌনতার শর্তে বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়ি মালিকরা। সে সঙ্গে যারা বাড়ি ভাড়া নেবেন তাদের জন্য বিনামূল্যে ইউটিলিটি সুবিধা এবং ওয়াইফাই ব্যবহারের সুযোগও থাকছে। যারা এমন শর্তে রাজি না, তাদেরকে ভাড়া পেতে অনেক কাঠ-খড় পোড়াতে হচ্ছে সাম্প্রতিক সময়ে। খবর বিবিসির।

বিবিসি জানায়, অবৈধ সম্পর্কের বিনিময়ে বাড়ি ভাড়া দেয়া হচ্ছে এমন বেশ কয়েকটি বিজ্ঞাপনের খোঁজ পেয়েছে তারা। ছদ্মবেশে বিজ্ঞাপনদাতা কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছে সংবাদমাধ্যমটি। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিভাবে বাড়ি ভাড়া করতে গিয়ে মেয়েরা হয়রানি ও অপব্যবহারের শিকার হচ্ছে।

মাইক নামের একজন বাড়ি মালিক ছদ্মবেশী সাংবাদিককে বলেন, খানিকটা সুসম্পর্ক বজায় রাখলেই দুই বেডরুমের একটি চমৎকার বাড়ি ভাড়া পেতে পারেন, যেখানে সব কিছুই থাকবে। বাড়ি ভাড়া মওকুফের পাশাপাশি বিল দেয়া, এমনকি অন্যান্য খরচও দিতে হবে না। বন্ধুত্ব বলতে তিনি বোঝান, সপ্তাহে অন্তত একদিন তার সঙ্গে বিছানায় যেতে হবে।

এমন বিজ্ঞাপন দেয়া আরেকজন হচ্ছেন টম। তার বয়স ৬০ বছর। তিনি বিবিসির ছদ্মবেশী নারী সাংবাদিককে বলেন, তিনি যদি তার ফ্লাটে উঠে আসেন, তাহলে ভাড়া তো দিতেই হবে না। সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ এবং ওয়াইফাই সুবিধাও পাবেন।

তবে দেশটির বিচার বিভাগ বলছে, এটা একেবারেই অবৈধ। এ রকম বিজ্ঞাপনের জন্য ওই ব্যক্তির সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে এরকম বিজ্ঞাপন দেয়ার জন্য কারো বিচারের ঘটনা এখনো ঘটেনি।