• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্তে নিহত ৩

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

নেপালের লুকলা বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা নুড়ি পাথরে পিছলে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন মারা গেছেন। বিমানটি ছিটকে গিয়ে রানওয়ের পাশে পার্কিংয়ে থাকা হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। দেশটির অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারের বিমানটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাচ্ছিল।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এএফপির এর প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

এছাড়া নেপালের সংবাদমাধ্যমগুলো জানায়, লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে প্লেনটি পাশের হেলিকপ্টার পার্কিংয়ে গিয়ে আঘাত হানে। তার পরপরই এটি বিধ্বস্ত হয়। রানওয়ে থেকে হেলিকাপ্টার পার্কিং মাত্র ৫০ গজ দূরে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি জানিয়েছেন, সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশ অফিসার রাম বাহাদুর খারকার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা রুদ্র বাহাদুর শ্রেষ্ঠা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্লেনের ক্যাপ্টেন আরবি রোকায়া ও মানাং এয়ারের হেলিকাপ্টারের ক্যাপ্টেন শেঠ গুরুং। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।