• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বিমানের বাথরুম ব্যবহারে বাধা দেয়ায় মহিলার কাণ্ড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

বারবার অনুরোধেও বিমানের বাথরুম ব্যবহার করতে দেননি ক্রু। সহ্য করতে না-পেরে নিজের আসনেই প্রস্রাব করে ফেললেন মহিলা। শুধু তাই নয়, নিজের প্রস্রাবের উপরই তাকে বসিয়ে রাখা হল ৭ ঘণ্টা। লজ্জাজনক এই ঘটনা ঘটেছে এয়ার কানাডার বিমানে।

গত মাসে কলম্বিয়ার বোগোটা থেকে ডাবলিন যাচ্ছিলেন ২৬ বছরের ওই মহিলা। এয়ার কানাডার বিমানটি ২ ঘণ্টা দেরিতে চলছিল। মহিলার অভিযোগ, বিমানটি যখন টেক অব করেনি, তখন বারবার বাথরুম ব্যবহারের জন্য কেবিন ক্রু-র কাছে অনুমতি চান তিনি। কিন্তু তার অনুরোধ রাখেননি ক্রু।

একটি সাক্ষাত্‍কারে ওই মহিলা বলেছেন, ২ ঘণ্টায় চারবার বলেছি। এক কেবিন ক্রু সদস্যকে বলি, খুবই ইমার্জেন্সি। বাথরুম ব্যবহার করতে দিন। নইলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। 

তিনি চিত্‍কার করে আমাকে আসনে গিয়ে বসতে বলেন। কিছুক্ষণ পর দুর্ঘটনা ঘটে যায়। আমি আর চাপতে পারিনি। এরপর বারবার বাথরুমে যেতে চাইলেও আমাকে যেতে দেয়া হয়নি।

এরপর ওই মহিলাকে জোর করে তার ভিজে আসনেই বসে থাকতে বাধ্য করা হয়। বিমান সফরের গোটা সময় অর্থাত্‍ সাত ঘণ্টা নিজের মূত্রের উপর বসে থাকতে হয় মহিলাকে।

বিমান টরোন্টো অবতরণের পর একটি ঘর বুক করে তাকে স্নান করে পরিষ্কার হতে হয়। মহিলার অভিযোগ, খুবই অপমানিত হই। গোটা বিমানে কেবিন ক্রু আমাকে এড়িয়ে চলেন। এই ঘটনার কথা বিমানসংস্থাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা।