• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ইমরানকে উৎখাতের ডাক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে অযোগ্য আখ্যায়িত করে উৎখাতের ডাক দিয়েছে দেশটির ডানপন্থি ধর্মীয় সংগঠন  জামিয়েত উলেমা এ ইসলাম ফজল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক ঘোষণায় দলটির প্রধান  প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী ইমরান খানের অযোগ্য সরকারকে উৎখাত করতে আগামী ২৭ অক্টোবর 'আজাদি মার্চ' শুরু করবে।

জামিয়েত উলেমা এ ইসলাম ফজল দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন।স সংগঠনের পেছনে সমর্থন রয়েছে দুই বিরোধী দল পিএমএল-এন ও পিপিপির।

তারা একটি সম্মেলন ডেকে এই দুই দল ইমরান খানের সরকারের বিরুদ্ধে পথে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক ই ইনসাফ প্রায় এক বছর ধরে পাকিস্তানের ক্ষমতায় আছে। পুরো বছরই অর্থসংকটে ভুগেছে পাকিস্তান। এই সরকার নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতা পেয়েছে।

ইমরানের সরকারের বিরুদ্ধে পথে নামার আহ্বান জানিয়েছে  তিনি জানান, ২৫শে জুলাই পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল, তা তারা মানেন না। এজন্য ইমরানের পতনের দাবিতে বিক্ষোভ হবে।