• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কাশ্মীরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগের দিন ৪ আগস্ট থেকে কাশ্মীর উপত্যকায় বন্ধ রয়েছে ইন্টারনেট-মোবাইল ফোন ও ল্যান্ডফোন সেবা। আটক রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রীসহ হাজারো নেতাকর্মী।

সব যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় কাজ করতে পারছেন না কাশ্মীরের সাংবাদিকরা। এ কারণে শুক্রবার (৪ অক্টোবর) স্থানীয়, জাতীয় ও বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা প্ল্যাকার্ড হাতে নীরব মিছিল করেছেন কাশ্মীরের শ্রীনগরে।

নীরব মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে সামনের দিকে যাওয়ার তাদের পথ আটকে দেয় নিরাপত্তাবাহিনী। এ সময় প্রতিবাদী এক সাংবাদিক জানান, যোগাযোগের কোনও মাধ্যম না থাকায় আমরা কাজ করতে পারছি না।  শ্রীনগরে কী ঘটছে, তা যেমন জানতে পারছি না, পাঠকদেরও জানাতে পারছি না আমরা।

সাংবাদিকদের অভিযোগ, খবরের সূত্র প্রকাশ করার জন্যেও তাঁদের চাপ দিচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা। সরকারি বাসস্থান ছেড়ে দিতে হয়েছে অনেককেই। বাড়িতে বা মোবাইল ফোনে ইন্টারনেট নেই। সরকারের তৈরি করে দেওয়া মিডিয়া সেন্টারে ব্যক্তিগত গোপনীয়তার কোনো বালাই নেই বলে অভিযোগ সাংবাদিকদের।